পথশিশু
তোমাদের শহরে আমি বড্ড বেমানান,
তবুও তো তোমাদের মাঝে আমার স্থান।
তোমরা থাকো অট্টালিকায় আরাম করে সুখে,
আমি না হয় পথের ধুলায় লুটিয়ে থাকি পড়ে।
তোমাদের হয়তো অভাব নেই,
আমার অভাব থাকলেও অভিযোগ নেই।
তোমাদের আনন্দের সীমানা নেই,
আমাদের কাছে আলাদা কোনো দিন নেই।
মাথার উপর যাদের ছাঁদ নেই,
পরনে যাদের ছেঁড়া কাপড়।
তাদের জন্য আনন্দ চারপাশে শুধু দেখা,
নিজের ভাগ্যে যা আছে তাই নিয়ে আমাদের ভালো থাকা।
তবুও যদি পাই কখনো তোমাদের মায়া আর ভালোবাসা,
হয়তো খুশি হবে আমাদেরও তোমাদের মতোই দেখা।
আমি পথশিশু তোমাদের শহরে আমার বেড়ে ওঠা,
তোমাদের মাঝে থাকলেও আমি বড্ড একেলা।