আগষ্ট এলে
আগষ্ট এলে মুজিব তুমি
দুঃখ বাড়িয়ে দাও
ঝাঁঝরা করল বক্ষ তোমার
খুনে ভরা গাও
আগষ্ট এলে পাখি যেন
কণ্ঠে হারায় সুর
এই আগষ্টে হারিয়ে পিতা
অশ্রু ঝরে বুবুর
আগষ্ট এলে ছোট রাসেল
তোমায় পড়ে মনে
তুমি বিনা বাংলা আমার
শুধু খা খা করে
আগষ্ট এলে গায়ের রক্ত
টগবগ করে ওঠে
আগষ্ট এলে বত্রিশ নম্বর বাড়ি
জাগে মানসপটে
আগষ্ট মাসে হোক অঙ্গিকার
পিতার হত্যার শোধ
এই আগষ্টে জাগ্রত হোক
বিশ্ব মানবতা বোধ।