স্মৃতির কালোছায়া
জীবন যখন বয়ে চলে
আপন গতিপথে,
সুখ দুঃখ সবই থাকে
মানব যাত্রারথে।
কারো আশায় থামে নাতো
সময়ের কাটা ঘড়ি,
সময় চলে অবিরাম পথে
তবুও যেন দৌড়ি।
যেই সময় যায় একবার
আসে না ফিরে আর,
মরীচিকার মতো যেন সবই
রয় স্মৃতিটুকু তার।
আলোহীন ঘোর অন্ধকারে
স্মৃতির কালোছায়া রবে,
অলসতাই সব ব্যর্থতার গ্লানি
জেনে রাখো যে সবে।
তবেই সফলতা পাবে,
অনন্যা/এসএএস