বাংলার রূপ

এই যে নদী উঁচু গিরি
সবুজ দুটি কূল
নানা রকম হাসি হেসে
ফুটে বুনোফুল।
এই যে গাঁয়ে গাছের ছায়ে
শান্তি অনাবিল
ঐ যে পুকুর মধ্য দুপুর
আলো ঝিলিমিল।
এই যে মাঠে বাটে বাটে
রাখাল বাঁশি সুর
আকাশ নীলে সবুজ মিলে
প্রণয় সুমধুর।
আহমাদ কাউসার প্রকাশ:
এই যে নদী উঁচু গিরি
সবুজ দুটি কূল
নানা রকম হাসি হেসে
ফুটে বুনোফুল।
এই যে গাঁয়ে গাছের ছায়ে
শান্তি অনাবিল
ঐ যে পুকুর মধ্য দুপুর
আলো ঝিলিমিল।
এই যে মাঠে বাটে বাটে
রাখাল বাঁশি সুর
আকাশ নীলে সবুজ মিলে
প্রণয় সুমধুর।