Skip to content

পদ্মবিলের শরত

পদ্মবিলের শরত

সাদা বকে ডেকে ডেকে
যায় রে উড়ে যায় ঐ
পদ্ম পাতায় ভয়ে লুকায়,
ঐ ঝাঁকে ঝাঁকে কৈ।

 

জলে ভেসে খেলা করে
টাকি,শোলে মিলে
পানকৌড়িটি সাঁতার কাটে,
খুঁজে ট্যাংরা বিলে।

 

রুই,কাতলায় দিলো হানা
উড়ে এসে চিলে
মাছরাঙাটি ধরলো পুঁটি 
মুখে নিলো গিলে।

 

পদ্মবিলে শরত বেলায় 
চলছে এমন খেলা
মাছ, পাখিদের লুকোচুরি
চলছে সারা বেলা।