অগাকান্ত
সিঁথির সিঁদুর মুছে দিলেই
যায় না তো মন থেকে সরানো
শত স্মৃতি শত কথা
মন মন্দিরে থাকে জমানো।
হাতে শাখা পরলেই যদি
হয়ে যাও কারো অধীন
সারাজীবন করবে আর্তনাদ
তুমি থাকবেই পরাধীন।
মানব সন্তান জন্মদিনে
যদি হতে চাও তার মালিক
তুমি নির্বোধ তুমি মূর্খ
তুমি স্বপ্ন দেখো অলিক।