মনকানা
লালন মরল ভেবে ভেবে
জাত পাতেরই দুর্গতি দেখে
জাত দিয়ে তো যায় না চেনা
চিনতে হয়রে মনের চোখে।
বিবেকটাকে বিকিয়ে দিয়ে
হালাল হারাম খুঁজলে পরে
সত্যিকারের বিচার সেতো
হবে নাতো এই ভব পাড়ে।
সকল সৃষ্টি যার সৃষ্টি
তার নামেই হয় অনাসৃষ্টি
চোখ থেকেও কানারা সব
হারিয়েছে মনের দৃষ্টি।
লালন দেখে দুচোখ মেলে
সব কানার হাট বাজার
জমেছে এই ভবের মেলা
হায়রে যতসব মন কানার!