শ্বেতী রোগ দূর করুণ ঘরোয়া উপায়ে
শরীরের বিভিন্ন অংশে সাদা ধবধবে দাগ হওয়ার কারণ হল ইমিউন ডিজিজ। যারা ধবল রোগে আক্রান্ত হয় তাদের বেশির ভাগই জন্মগত বা বংশগত ধারাতেই হয়। এক্ষেত্রে ১০০ জন ধবল রোগীর মধ্যে ৩০ জনের এই শ্বেতী রোগ বংশগত ধারায়।
তাই এই মেলানিনের কাজে বাঁধা হলে তখন ই এই শ্বেতী রোগ সমস্যাটি দেখা দেয়।তাই কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনি চাইলে এই শ্বেতী রোগ সমস্যা প্রাথমিক ভাবে দূর করতে পারবেন।
১) পাকা পেঁপে এটি খুবই কার্যকর একটি ফল। আক্রান্ত স্থানে এই পাকা পেঁপের একটি টুকরো ঘষুন।আপনি চাইলে পাকা পেঁপে হাত দিয়ে মথে বা ব্লেন্ড করেও শ্বেতী সমস্যা ত্বকে লাগাতে পারেন। শুকিয়ে গেলে উঠিয়ে ফেলুন। আর নিয়মিত পান করুণ পাকা পেঁপের জুস।এটি আপনার ত্বকের মেলালিন সমস্যা দূর করবে সহজেই।
২) লাল মাটি যে শ্বেতী রোগ দূর করতে সহায়তা করে তা হয়তো অনেকেরই অজানা। এক চা চামচ আদার রস ও সাথে ২ টেবিল চামচ লাল মাটি দিয়ে পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই লাল মাটিতে আছে তামা।যা শ্বেতী রোগ দূর করতে কার্যকারী। আর আদার রস শ্বেতীর স্থানে লাগালে রক্ত প্রবাহ ভালো থাকে।
৩) পানি পান করুণ তামার পাত্রে। এটি দ্রুত এই সমস্যা দূর করতে সহায়তা করবে। সাথে মেলানিনের উৎপন্ন করবে শরীরে।
৪) তুলসি পাতার রস এবং লেবুর রস এক সাথে ব্যবহার করুণ। কেননা এতে আছে অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ভাইরাল ।যা কিনা এই রোগ দূর করতে সহায়তা করে। তাছাড়া ত্বকের মেলানিন ও উৎপাদন বাড়িয়ে দেয়।
৫) আখরোট রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়। এটি শ্বেতী সমস্যা দূর করবে। এর পাশাপাশি আখরোটের গুঁড়ো আক্রান্ত স্থানে ব্যবহার এনে দিবে এর থেকে মুক্তি।
৬) দিনে দুইবার আক্রান্ত স্থানে হলুদ আর সরিষার তেল মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করুণ। খুবই কার্যকর উপাদান এটি।
এই ঘরোয়া কিছু উপাদানের ব্যবহার আপনার সমস্যা দূর করবে। সঠিক পরিচর্যা এনে দিবে ভালো ফলাফল।