কাঠবিড়ালি
কাঠবিড়ালি দেখতে যেন
সামনে ইঁদুর, বেঁজি পিছে,
আবার যেন বিড়াল ছানা
আসলে তার সবই মিছে।
রঙিন ডোরা তিনটি দাগে
নরম লোমে শরীর ঢাকা,
লেজ ফুলিয়ে লি’কার সাজে
মিষ্টি মুখের চাহনি বাঁকা।
ফাঁকা যে তার চারটি দাঁতে
চিবায় কুটুর কুটুর করে,
কেউবা তাকে ধরতে যেতেই
এডাল-ওডাল লাফায় জোরে।
কাঠবিড়ালি পেটুক ছোঁচা
শুধু ফল খায় চুরি করে,
তাড়া দিতেই দৌড়ে গিয়ে