Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

ভোর হল খোলো আঁখি 

ভোর হল খুকুমণি
খোলো দুটি আঁখি 
বাগিচার ফুলে দ্যাখো
নাচে কতো পাখি।

 

আযানের সুমধুর 
ধ্বনি ভেসে আসে
তুমি ছাড়া ঘুমে নেই
কেউ আশেপাশে।

 

গা'টা ঝেরে উঠে খুকু
ওজু করে নাও
নামাজের পরে হাত
তুলে ক্ষমা চাও‌।

 

এরপর মনোযোগ
দাও নিজ পাঠে
লেখাপড়া শেষ করে
হাঁটো গিয়ে মাঠে।

 

ভোরে পাবে মিঠে রোদ
নির্মল বায়ু
গায়ে মেখে নিও রোজ
বেড়ে যাবে আয়ু।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ