অতিথি পাখি
শীতের সময় আসে যত
ভিনদেশী সব পাখি
আসুন আমরা সবাই মিলে
তাদের ভাল রাখি।
অতিথি পাখির সেবা যত্ন
সবাই মিলে করি
পরিবেশের ভারসাম্য রক্ষায়
নয়কো আর দেরি।
অতিথি পাখি নিধন থেকে
সবাই দূরে থাকি
আইন কানুন মেনে আমরা
দেশটা ভাল রাখি।
শীতের পাখি অতিথি পাখি
আসে দূর থেকে
ভালবেসে আমরা তাদের
একটু যত্ন করি।