শতাব্দীর সেরা ইতিহাস
একাত্তরের লাল প্রান্তরে
একুশের কাস্তে শক্ত করে ধরে
ছাব্বিশের আলপথে হেঁটে
ষোল'র গোলায় ফসল তোলা
শতাব্দীর সেরা ইতিহাস।
সে ইতিহাস মুক্তিচাষীদের ইতিহাস
সবুজের প্রাঙ্গণে রক্তসেচের ইতিহাস
'জয় বাংলা' মহাকাব্যের বিপ্লবী ইতিহাস
বাঁচার মতন বাঁচবার ইতিহাস
ছাপ্পান্ন হাজার বর্গমাইল সৃষ্টিসুখের
উল্লাসে ফেটে পড়ার ইতিহাস।
সে ইতিহাস তোমার আমার
আমাদের সন্তানসন্ততিদের ইতিহাস
আমাদের প্রেমময় বসতভিটের
সমুজ্জ্বল ইতিহাস, পদ্মা-মেঘনা-যমুনার মুখরিত জলতরঙ্গের কণ্ঠে 'আমার সোনার
বাংলা আমি তোমায় ভালবাসি'র
পৃথিবী কাঁপানো ইতিহাস।