বিপন্ন সময়
বৈরী প্রকৃতি বিপন্ন সময়
কষ্টের বসবাস ঘর মন জানালায়
আলো নেই কেবলই অন্ধকার
আবেগ উচ্ছ্বাসবিহীন বিষাদ লগন
দুঃসহ স্মৃতি হয়ে রয়ে যাবে বহুদিন,
তবু বুকের ভেতর একরাশ অভিমান
খবর নেয়া না নেয়ার
হয়তো ছিল এটা একেবারেই
অনধিকার চাওয়া অথবা কোন ব্যর্থতা
বিপন্ন সময় পিছু ছাড়ে না!
অনন্যা/এসএএস