বেঁচে থাকার টোটকা দিলাম

বিড়ালের পা ধরলে পরে-চলে যাবে গলার কাটা,
আরো এমন টোটকা আছে- যন্ত্রণাকে মারবে ঝাঁটা!
গোপন কষ্টে কুঁকড়ে গেছো? অস্থির তুমি মনের ব্যথায়?
সেই মানুষের অবহেলা; ভীষণরকম তোমায় কাঁদায়?
আমার কাছে টোটকা আছে, নিবে যদি হাতটা বাড়াও
তোমার বুকে গুপ্ত হাসি, মুচকি হেসে দুঃখ তাড়াও।
অট্টহাসি দিয়েই দেখো- ধ্বংস হবে ব্যথার বাঙ্কার
দম ফাটানো হাসির শব্দে- কষ্টগুলো হবে ছারখার।
আরো কিছু টোটকা দিবো, সব বেদনা পুড়ে খাক
ব্যথার ঘরে আগুন হাসো, কষ্ট সব ছাই হয়ে যাক।
বন্ধু, তোমার ঠোঁটের পাশে ঝুল হাসিটা ধরে রেখো
রোজ নিশিতে কষ্ট এলে- হাসির কিছু সৈন্য ডেকো।
তাজা আরো টোটকা আছে- নিবে, বন্ধু? ধৈর্য্য ধরো,
দুঃখ কষ্টের সেই আসরে- দমের হাসির গপ্পো করো।
নিঃসঙ্গতার বিকেলগুলো বিষন্নতার চোরাবালি
মন খারাপের দৈত্য এলে- তার মুখে দাও হাসির কালি।
বিড়ালের পা ধরলে শেষে- উধাও হবে গলার কাঁটা
মাছের ঈশ্বর বলছে শোনো,'এবার সুখের জীবন কাটা।'