শীত শামীম শাহাবুদ্দীন প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৪৯ পিএম কী ভয়ানক শীত আসলো অচম্বিত, এ যে দেখি গ্রীষ্মঋতুর বেজায় বিপরীত! ছুটি নিল রোদ কাজ করে না বোধ, হিম কুয়াশা চলতি পথে করে গতিরোধ। রাঙবে আবার দিন বাজবে সুখের বীন, আঁধারঘেরা বসুন্ধরা হাসবে অমলিন। Share