গাঁয়ের মেয়ে
মিঠেল হাসি মুখে কন্যার
শাপলা কুড়ায় একা
অলকা নদের কূলের কাছে
মুখোমুখি দেখা।
খোপায় গুঁজা নীলপদ্মটা
বাতাসেতে দোলে
পথের পাশে বসে ঘাসে
পুঁটলি একটা খোলে।
বলছে, বাবু যাচ্ছ কোথায়?
খাবে নাকি পিঠা
আপন হাতে বানিয়েছি
দেখ কেমন মিঠা!
মাথা নেড়ে হাঁটু ছেড়ে
বসি কন্যার পাশে
চোখের উপর চোখ রেখে তাই
মিষ্টি মুখে হাসে।
অনন্যা/এসএএস