কালবৈশাখী ঝড়
আকাশ জুড়ে মেঘ করেছে
ঈশান কোণে ঐ,
ঘোড়ার বেগে ছুটবে ঝড়
কইরে তোরা কই?
বৈশাখ মাসের এমন ঝড়
কাল বৈশাখী নাম,
হঠাৎ এসে ধ্বংস করে
গাছের ছোট আম।
রাস্তা ঘাটের যত ধুলা
থাকবে সবার আগে,
এক নিমিষেই পৌঁছে যাবে
সকল গৃহের মাঝে।
গুড়িম গুড়িম ডাক দিয়ে
আকাশ ভেঙ্গে আসে,
আবালবৃদ্ধ আঙ্গুল দিয়ে
কান বেঁধে রাখে।
অনন্যা/জেএজে