চুকনগর !
জল খবর ! বায়ু খবর ! চুকনগর ! চুকনগর !
যত পিশাচ ! যত বর্বর ! চুকনগর ! চুকনগর !
ব্রাশফায়ার ! ব্রাশফায়ার !
এক দুই নয় ! দশ হাজার ! বারো হাজার !
মৃত্যুপুরী ! লাশ পাহাড় ! চার থেকে পাঁচ ঘণ্টা !
কাঁপিয়ে দিলো ! কাঁদিয়ে দিলো ! গোটা পৃথিবীর মনটা
ভদ্রা নদী রক্তে ! সূর্য ডুবলো আবর্তে !
নামিয়ে আঁধার , বিনা বাঁধার
লাশের পর লাশ ! ভাসিয়ে নিয়ে গেলো
বাপ্ ঠাকুদ্দার ভিটে ছেড়ে ! জন্মভূমি মাটি ছেড়ে !
মুহূর্তের শ্বাস ! মুহূর্তের আঁশ ! বুলেটবিদ্ধ !
বারুদের ধুলো ! রুদ্ধশ্বাস !
এমন এক নিরাপদ সীমানায় !
যে দেশে , বন্দুকের নলের সামনে পরিচয় !
এমন নরক ! এমন দোজখ ! হিন্দু মুসলিম নাই !
পালিয়ে আর কোথায় যাবি ! কোন দ্যাশে নিবি ঠাঁই !
শরণার্থী ! মরণার্থী ! অশ্রুজল ! নীরবতায় !
মাটি খবর ! নদী খবর ! চুকনগর ! চুকনগর !
এক আকাশ ! এক সাগর ! বেদনার নাম চুকনগর !