Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরতন্ত্রী

ভিন্ন স্বরগুলোকে বাঁধবে বলে পায়ে পায়ে
পেতে রাখা জ্বাল, ওৎ পেতে থাকা ফাঁদ
তোমার আমার ভাতের থালায় ছাই। 

 

শকুনের লম্বা গলা, সাপের ছোবল
যেদিকে যতদূর যাবে, ওরা ভয় পাবে
রুখে দিতে উগরোবে, উদগ্র তরল। 

 

গরল শ্বাসে-প্রশ্বাসে, দিবারাত্র অহর্নিশ
বিষ ভরা শিশি, বাজবে ত্রিতাল
ভিন্ন স্বরের আলো, উপচিয়ে উঠবে ডাল বেয়ে
শিকড়ে আগুন নিয়ে গাছ, যেভাবে শিখরে আলোর-রোশনাই। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ