Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অধরা অনুভব

অবেলা সময়, এখন যান্ত্রিক নগর সভ্যতা নেই, আছে নিস্তব্ধতা,
আছে ভোরের সূর্যের আভায় হলদে ঘনকুয়াশা ,
আছে প্রকৃতির অনেক না বলা কথার মৌনতা। 
অন্তর্লোকে ফেলেছে তার প্রতিবিম্ব বিষণ্ণ ছায়া
মাটির কোল ছুঁয়ে লুটায় 
ঘাস তৃণলতা বনফুল প্রজাপতি মোহ মায়া।

 

প্রিয় প্রাণ মহুয়ার সুঘ্রাণ বাতাসে আছে মিশে
মুঠোমুঠো হাহাকার ছুঁয়ে যায় বিশ্বাসে আমার 
 একফালি চাঁদ উঁকি দিয়ে যায় রাতের শেষে।
ব্যস্ততার উঠোনে পায়চারি করে অহরহ
অধরা সুখ স্বপ্নগুলো
জমে থাকে শূন্যদিগন্ত পারে অপার বিরহ।

 

মেঘের সাথে হেঁটে হেঁটে ফিরে যাবে চাঁদ
জীবনের চৌকাঠ মাড়িয়ে নকশি রাতে 
একদিন থাকবো না জানি ,
যেমন করে দিন শেষে— 
পঞ্জিকা বিলি কেটে কেটে ভোরের ঠোঁটে 
আগামীর নতুন দিন খুঁজে আনি। 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ