Skip to content

৭ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল শহরে

ভুল শহরে ফুল সাজিয়েছে নির্বোধের দল!
এখানে এখন প্রেম হয় চাইনিজ রেস্তোরাঁয়
শপিংমল আর পার্কে গাদাগাদি ঠাসাঠাসি,
কেউ দেখে না সবুজের স্বচ্ছ শিশির বিন্দু
নিয়ন আলোয় ভুলে গেছে পূর্ণিমার মহত্ত্ব।

এই শহরে ভালোবাসা বিকোয় যখন তখন,
বুক পকেটে জমা থাকে নানান রঙের মন
গিরগিটির মতো মুহূর্তে বদলে যায় ধরন,
নেই চোখে হৃদয় নিঃসৃত অনুভূতির জল
শুধু রাক্ষুসে কান্নার বিষাক্ত ফোঁটা অতল।

এসো সবাই মিলে…
মনের মাঝে মন খুঁজে সাজাই সুন্দর সময়,
নইলে তুমি পচবে শুধু, অন্তর যাবে কোমায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ