শীতের চিত্র
শিশির ভেজা দূর্বাঘাসে
হিরা মুক্তা জ্বলে,
হলুদে ঘেরা সরিষা ক্ষেতে
অলি নাচে ফুলে।
ছুটছে চাষি খুশি মনে
কাঁধে রসের হাঁড়ি,
নতুন চালের পিঠে পুলি
তৈরি হচ্ছে বাড়ি।
নানা রকম শাকসবজি
মাঠ ভরে গেছে,
ডালা নিয়ে বসে দোকানী
মুঠি বেঁধে বেছে।
রবির উম নিতে সবাই
বসে উঠোন কোণে,
কি সুন্দর শীতের চিত্র
নাড়া দেয় প্রাণে।