বিজয় নিয়ে
বাংলা মাগো তোমার ছেলে
জন্মে তোমার কোলে,
দেশ ও মাটির জন্য অস্ত্র
হাতে নিলো তোলে।
স্বাধীন হাসি হাসতে মাগো
দীর্ঘ নয়টি মাস,
যুদ্ধ করে পাকবাহিনীর
করলো সর্বনাশ।
বিজয় নিয়ে তোমার ছেলে
ফিরলো বীরের বেশে,
তাইতো আমরা বীর বাঙালি
বলি দেশ বিদেশে।
বিজয়ের মাস এলে মাগো
বিজয় নিশান নিয়ে,
শহীদ ভাইদের শ্রদ্ধা জানাই
ফুলের তোড়া দিয়ে।