হেমন্তিকার রূপ
আমন ধানে মাঠ ভরেছে
ঝরছে শিশির রাত্রে,
আলতো করে হিমেল হাওয়া
সুড়সুড়ি দেয় গাত্রে।
গান গেয়ে ধান কাটছে চাষি
কাস্তে হাতে নিয়ে,
চাষির বউয়ে ধান ভানিছে
কাঠের ঢেঁকি দিয়ে।
পিঠাপুলি পায়েস খেয়ে
হাসছে ছেলে-বুড়ো,
নবান্ন উৎসবে দেশে
শীতের আমেজ শুরু।
শিউলি বকুল ফুটছে গাছে
ডাকছে কত পাখি,
হেমন্তিকার রূপে সবার
যায় জুড়িয়ে আঁখি।