বাবা আমার স্বচ্ছ নদী
বাবা আমার বটের ছায়া
তপ্ত রোদ-ঝড়ের দিনে,
শীতল ছাতা মাথায় ধরেন
বাঁধা পড়ি মায়ার ঋণে।
বাবা আমার স্বচ্ছ নদী
শান্ত জলের স্রোতধারা,
বাবার বুকে সাঁতার কেটে
খুশিতে হই পাগলপারা!
বাবা আমার জ্যোৎস্নারাত
আঁধার পথে জোনাকপোকা,
ছেঁড়া কাপড় পরেও হাসেন
‘নতুনই কিন্তু, বুঝলি খোকা।’
বাবা মানে শামুকজীবন
শক্ত আবরণে আড়াল মন,
ভেতরটা তার ভীষণ নরম
মুখোশে তার কড়া শাসন!
বাবা, তুমি শুধু বাবা নও
কখনো ঘোড়া, কখনো পাখি।
তোমার আঙুল ধরে আজো হাঁটি
তবুও কেন ভেজে আঁখি?