বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইয়ামি গৌতম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম গত শুক্রবার ৪ ই জুন পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' (Uri: The Surgical Strike) ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷
বিয়ের পর নিজের অফিসিয়াল টুইটারে বিয়ের ছবি পোস্ট করে সবাইকে জানালেন বিয়ের খবর। ছবি পোস্ট করে সকলের কাছে ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন তিনি।
বিয়ের খরব দিতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন নবদম্পতি।
ইয়ামি ও আদিত্য 'উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে একসঙ্গে কাজ করেন। ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায় আদিত্য ধর৷ ছবিটিতে ইয়ামি ভারতীয় গোয়েন্দা বাহিনীর এক এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন।
এর আগেও ইয়ামি 'ভিকি ডোনার’, ‘কাবিল’ সিনেমায় অভিনয় করে দর্শক মহলে প্রশংসিত হয়।