Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অতিরিক্ত গরমের কারণে স্থগিত নারী ফুটবল লীগ

অতিরিক্ত গরমের কারণে স্থগিত করা হল বাংলাদেশ নারী ফুটবল লিগ। জ্যৈষ্ঠ মাসের তপ্ত রোদ ও ভ্যাপসা গরমে এমনিতেই অতিষ্ঠ জনজীবন। আর এরই মাঝে চলছিল বাংলাদেশ নারী ফুটবল লীগ। কিন্তু দুপুরের তপ্ত রোদ ও টার্ফ এর মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছিল না নারী ফুটবলাররা। এছাড়াও পানির তৃষ্ণা ও ফিটনেস ঘাটতিতে কুলিয়ে উঠতে পারছে না  ফুটবলাররা। 

 

তাই অতিরিক্ত গরমের কারণে নারী ফুটবল লিগ সাময়িকভাবে স্থগিত করল বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ফলে রবিবার এর সকল ম্যাচ পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তবে, খুব বেশী দিন লীগ স্থগিত রাখা হবেনা বলে জানা গেছে।

 

নতুন সূচি ও নতুন ভেন্যুতে পুনরায় লীগ শুরু হবে।কমলাপুরের মাঠের ফ্ল্যাডলাইটে সমস্যা থাকায় রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লীগের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। রাতে ম্যাচ আয়োজনের জন্যই মূলত ভেন্যু পরিবর্তন করা হবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ