ফকির আলমগীরের রিক্সাটা
মেহনতি মানুষের রক্ত জল করা ঘাম বিমূর্ত শিল্প
চিমনির কালো ধোঁয়া, দাউদাউ জ্বলুনি
রোদ পোড়া ঘাসের ওপর রাতের আদর স্নাত শিশির
ফকির আলমগীরের রিক্সাটা মহাকালের পথে একটি মূর্ত প্রতীক
ক্ষুধা খরা মহামারী দুর্ভিক্ষ পীড়িত দেশে ফসলের বাঁকা হাসির মতো
বিরহ বিজড়িত ভালোবাসার গান
ফকির আলমগীর আউল বাউল লালনের দ্যাশে
জনজাগরণের একজন মূর্তিমান শিল্পী
দিনে দিনে আমাদের বোধ,আমাদের বিবেক
সভ্যতার সুদূর প্রশস্ত রেললাইনে ঘষটে ঘষটে ক্ষরিত হয়
পদদলিত মানুষ তবুওতো মাটি আঁকড়ে বাঁচে
রিক্সার চাকার দাগ মাটির বুকে রক্ত দিয়ে ছবি এঁকে যায়
সুরের ছোট ছোট ঢেউ দিকে দিকে প্রসারিত হয়