কৃষাণের হাসি
হেমন্ত শেষে কুয়াশা বেশে
বাংলার মাঠঘাট,
মনের মাঝে বসলো বুঝি
স্বর্গ সুখের হাট।
ফুল ফুটলো গাছের ডালে
গাইলো পাখি সুরে,
নতুন চালে মিষ্টি ঘ্রাণে
প্রাণটি গেলো জুড়ে।
হলুদ বরণ সরষে খেতে
খেজুর গাছের সারি,
ফোঁটাই ফোঁটাই মিঠা রসে
ভরে ওঠে হাড়ি।
চিতই পিঠাই, বকুল পিঠাই
ভরলো পাগল মন,
রাখালিয়ার বাঁশির সুরে
মাতলো প্রতিক্ষণ।
আনন্দ ধারায় হিম পরশে
নবান্ন এলো দেশে,
সোনার ফসল উঠলো ঘরে
কৃষাণের হাসি হেসে।