অসহায় মানুষ
মুখের ভাষা বুঝার ক্ষমতাটুকু
আমি হারিয়ে ফেলেছি,
শুধু বুঝার চেষ্টা করেছি
মানুষের বুকে লুকায়িত স্বপ্ন
তাইতো আমি সুপ্ত ভালোবাসায় টানে
আপন করে নিয়েছি।
ক্ষুধার জালায় কাতর হয়ে আছে
ঠিকানা হীন ঐ পথ শিশুটির দেহ,
শুধু আমি চেষ্টা করেছি
শিশুটিকে মুখে ভাত তুলে দেবার জন্য
বাংলার বুকে, কত মানুষের দুঃখে
রাখেনা তাদের খবর কেহ।
নিষ্ঠুর এই পৃথিবী
না, নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ গুলো,
শুধু দেখানোর চেষ্টা করেছি
অসহায় মানুষের আত্মসমর্পণ এর কথা
ভেঙ্গে চুরমার নিষ্ঠুরতার কাছে
বুকে বাধা তাদের স্বপ্নগুলো।