শ্রাবণের রূপ
ও শ্রাবণ তুমি আগমনেতেই
সাজিয়ে তুলতে রূপ,
ব্যাঙের ছাতাটা দেখি নাকো আর
নাই যে সে ছায়াধূপ।
তোমারই তরে করি নিবেদন
একটু বৃষ্টি দাও,
গরমে গরমে ঝালাপালা দেহ
আমাদের দেখে যাও।
সজীবতা আনো বাংলার পরে
খাঁ খাঁ সব প্রান্তর;
সবুজ ঘাসের গন্ধটা নাই
স্বদেশ মাটির পর।
অঝোরে ঝরুক বৃষ্টি আজিকে
স্বস্তি আসুক ফিরে,
তারই জলটা খসিয়া পড়ুক
আমার ভাঙা এ- নীড়ে।
অনন্যা/এসএএস