দুঃখের ক্ষমতা
আমি প্রমান পেয়েছি,
দুঃখ মানুষকে সুখের চেয়ে একটু বেশিই আগলে রাখে।
সুখ,সেতো কিছুক্ষণ থেকে সরে যায়!
আবার কিছুক্ষণ পরে হয়তো আসে।
কখনো কখনো কয়েক মাস পর আসে!
আবার কখনো বছর ঘুরে আসে!কখনোবা আসেই না!
তবে আমি দেখেছি,
দুঃখই সবচেয়ে বেশি লেপ্টে থাকে মানুষের সাথে।
দুঃখ একবার যার ঘরে বেড়াতে আসে,
তার থকে যেতে চায় না!
যদি সে একদিনের জন্যেও আসে,
পুরো একদিনই আপনাকে-আমাকে কাদানোর ক্ষমতা রাখে!
কি অদ্ভুত, সুখ মানুষকে একনাগারে,
পুরো একদিন হাসাতে পারে না!
কিন্তু দুঃখ যখনই আপনার-আমার জীবনে আসে,
একদিনের জন্যে ও যদি আসে,
সে কিন্তু চব্বিশ ঘণ্টাই কাদানোর ক্ষমতা রাখে!
অথচ সুখ মানুষকে টানা চব্বিশ ঘণ্টা হাসাতে ব্যর্থ!
অবশেষে বলা যায়,
দুঃখ মানুষকে সুখের চেযে বেশি ভালোবাসে।
তাই একদিনের জন্যে কারো জীবনে এলেও,
পুরো একদিনই তাকে কাদিয়ে আগলে রাখে!
আর ওই সুখ নামক সোনার হরিণ,
টানা চব্বিশ ঘণ্টা মানুষকে হাসাতে ব্যর্থ!
কাজল আক্তার নিশি
আমি প্রমান পেয়েছি,
দুঃখ মানুষকে সুখের চেয়ে একটু বেশিই আগলে রাখে।
সুখ,সেতো কিছুক্ষণ থেকে সরে যায়!
আবার কিছুক্ষণ পরে হয়তো আসে।
কখনো কখনো কয়েক মাস পর আসে!
আবার কখনো বছর ঘুরে আসে!কখনোবা আসেই না!
তবে আমি দেখেছি,
দুঃখই সবচেয়ে বেশি লেপ্টে থাকে মানুষের সাথে।
দুঃখ একবার যার ঘরে বেড়াতে আসে,
তার থকে যেতে চায় না!
যদি সে একদিনের জন্যেও আসে,
পুরো একদিনই আপনাকে-আমাকে কাদানোর ক্ষমতা রাখে!
কি অদ্ভুত, সুখ মানুষকে একনাগারে,
পুরো একদিন হাসাতে পারে না!
কিন্তু দুঃখ যখনই আপনার-আমার জীবনে আসে,
একদিনের জন্যে ও যদি আসে,
সে কিন্তু চব্বিশ ঘণ্টাই কাদানোর ক্ষমতা রাখে!
অথচ সুখ মানুষকে টানা চব্বিশ ঘণ্টা হাসাতে ব্যর্থ!
অবশেষে বলা যায়,
দুঃখ মানুষকে সুখের চেযে বেশি ভালোবাসে।
তাই একদিনের জন্যে কারো জীবনে এলেও,
পুরো একদিনই তাকে কাদিয়ে আগলে রাখে!
আর ওই সুখ নামক সোনার হরিণ,
টানা চব্বিশ ঘণ্টা মানুষকে হাসাতে ব্যর্থ!