ঘৃণার বারুদ
অত্যাচারের মিথ্যাচারের
বিদায় আমরা করবো রে,
মনের ঘরে ভীষণ করে
ঘৃণার বারুদ জ্বলছে রে।
আজ জেগেছে আজ ফুঁসেছে
শান্তিপ্রিয় বাঙ্গালী,
পাকি যত পাপী যত
হবেই তারা কাঙ্গালি।
পশু ওরা হিংস্র ওরা
ঘৃণ্য পাকি-বাহিনী,
বীর-বাঙালী পাচ্ছে তালি
লিখছে জয়ের কাহিনী।
একাত্তরের সবার মনের
স্বপ্ন হলো সত্যি যে,
বীর সেনানী বাংলা জানি
রুখবে বলো তাদের কে?