Skip to content

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখোশের আড়ালে

লোকটা দেখতে ভীষণ ভাল মিষ্টি তাহার মুখ,
খিলখিলিয়ে হাসায় যেন স্বর্গীয় এক দূত।
হঠাৎ করেই অশ্রু ঝড়ে নয়ন জলে ভাসে,
হঠাৎ করেই উধাও হয়ে আবার ফিরে আসে।

 

লোভ-লালসা দেখিয়ে সে মানুষ করে হাত,
কখন জানি নিশি গিয়ে হয়ে যায় প্রভাত।
তাহার কাছে দিন-দুপুর আর রাত্রি যেন এক,
বেশভূষা তার অনেক ভাল বুঝায় কোনো শেখ। 

 

তাহার নাইকো ঠাই-ঠিকানা আছে অলিগলি, 
তিনি হলেন সবার সেরা ছড়ায় রসের বুলি।
যত আছে বদ ঝামেলা লাগায় কাছে পেলে,
লুকিয়ে আছে শয়তান তাহার মুখোশের আড়ালে। 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ