Skip to content

অপরূপা

অপরূপা

হলুদটা নয় নীল শাড়িতেই
বেশ মানালো তোমায়
হলুদ গাঁদা ফুল গুলি দাও
না হয় তোমার খোপায়।

 

কালো টিপটা সরিয়ে নাও
লালটাই লাগে ভালো
সাদা নোলক পরলে তুমি
মুখটি ছড়ায় আলো।

 

আসমানি রঙ দুল গুলি তো
বেশ মানাবে কানে
কপাল বাওয়া চূল গুলি যে
রূপের বাহার আনে।