গল্পের শহর

এই শহর গল্পের শহর,
ভাঙা গড়ার শহর।
ল্যামপোস্টের আলোয় লাখো মানুষের
গল্প লেখা অন্ধকারের রঙ দিয়ে।
কিছু গল্প রাস্তার পাশে গড়ে ওঠা নির্ঘুম রাতের,
কিছু গল্প অট্টালিকার খোপেখোপে নতুন স্বপ্ন দেখার।
সব গল্পের কাহিনী ভিন্ন,
সব গল্পের শুরু সমাপ্তিও ভিন্ন,
তবুও সব মানুষের জীবনের অনুভূতি গুলো
যেন একই সুতায় গাঁথা।
একেক পথে গল্প একেক রকম,
তবুও স্বপ্ন যেন সবার চোখে একই রকম।
অনন্যা/এসএএস