Skip to content

১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারের পর ইনস্টাগ্রামও হারানোর শঙ্কায় কঙ্গনা

বলিউড অভিনেত্রী  কঙ্গনা রানাউত টুইটারে উস্কানিমূলক পোস্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বাতিল করে টুইটার কর্তৃপক্ষ।

 

টুইটারের পর ইনস্টাগ্রামও হারানোর শঙ্কায় কঙ্গনা

 

এরপরও ইনস্টাগ্রামে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী । তবে এবার ইনস্টাগ্রামও হারানোর  শঙ্কায় কঙ্গনা। শনিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন । তবে, রবিবার সেই পোস্ট তুলে নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ । অভিনেত্রী কঙ্গনা রানাউতের দাবি, এ সবের পিছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।

 

টুইটারের পর ইনস্টাগ্রামও হারানোর শঙ্কায় কঙ্গনা

 

শনিবার সকালে কঙ্গনা তার ইনস্টাগ্রামে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লিখেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’। তিনি আরও জানিয়েছিলেন যে, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। মানুষকে তাঁর উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।

 

টুইটারের পর ইনস্টাগ্রামও হারানোর শঙ্কায় কঙ্গনা

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তার এই পোস্ট তুলে নেওয়ার পর রবিবার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট দেন। এতে  জানা যায়, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন পোস্টে কঙ্গনা বলেন, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এ বারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’। 

 

টুইটারের পর ইনস্টাগ্রামও হারানোর শঙ্কায় কঙ্গনা

 

কঙ্গনার মতে, ভাইরাসকে ধ্বংস করতে চাওয়ায় তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তিনি নিজের ইনস্টাগ্রামও হারানোর শঙ্কা প্রকাশ করেছেন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ