শরৎ এলো
শরৎ এলো নদীর পাড়ে
মাঝির রঙিন পালে
ইলিশ মাছের বাহারি রূপ
জেলের স্বপ্ন জালে।
শরৎ এলো আটচালাতে
পুজো পুজো গন্ধ,
সাঁঝের বেলা বকের সারি
অনিন্দ্য এক ছন্দ।
শরৎ এলো মাঠে ঘাটে
নরম কাশের ছোঁয়া,
নীল আকাশে মেঘের ভেলা
যেন শুভ্র ধোঁয়া।
শরৎ এলো গাঁয়ের পথে
রাতের শিউলী ফুল,
বিকেল বেলা শিশু খ্যালে
হাসে নদীর কূল।