তুমি একা হবে
লোহা কাটে লোহা দিয়ে
কাঁচ সব টুটে লাজে
তোমার আঘাত থাকে ওগো
কথার ভাঁজে ভাঁজে।
তারা গুলো খেলা করে
আকাশের ঐ বুকে
তুমি আমায় কাঁদাও যদি
মরবো ধুকে ধুকে।
যখন তুমি একা হবে
সবই কষ্ট বুঝবে.
পাগলিনি ভেসে আমায়
সারাক্ষণই খুঁজবে।
রাত পোহালে কষ্টগুলো
উঁঠি দেয় যে ঘরে
সুখে চাবি পড়ে থাকে
তপ্ত হৃদয় চরে।
চাবুক চালাও ইচ্ছে করে
দিবানিশি তুমি
চোখের জলে ভেসে হলো
শূন্য মরুভূমি।