শরতে
শরতের সাদা মেঘ ভাসে
দূর আকাশ জুড়ে,
শুভ্র হয় ধরার বুক
নিজ আলোর নীড়ে।
নদীর তীরে কাশের মেলা
বাতাসে দোল খায়,
সকাল বেলা শরৎ আসে
শিশির ভেজা পায়।
কাজল কালো দিঘীর জলে
হাঁসের মাতামাতি,
পূর্ণিমার চাঁদের আলো
ছড়ায় সারারাতি।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
শরতের সাদা মেঘ ভাসে
দূর আকাশ জুড়ে,
শুভ্র হয় ধরার বুক
নিজ আলোর নীড়ে।
নদীর তীরে কাশের মেলা
বাতাসে দোল খায়,
সকাল বেলা শরৎ আসে
শিশির ভেজা পায়।
কাজল কালো দিঘীর জলে
হাঁসের মাতামাতি,
পূর্ণিমার চাঁদের আলো
ছড়ায় সারারাতি।