শরতে কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম শরতের সাদা মেঘ ভাসেদূর আকাশ জুড়ে,শুভ্র হয় ধরার বুকনিজ আলোর নীড়ে।নদীর তীরে কাশের মেলাবাতাসে দোল খায়,সকাল বেলা শরৎ আসেশিশির ভেজা পায়।কাজল কালো দিঘীর জলেহাঁসের মাতামাতি,পূর্ণিমার চাঁদের আলোছড়ায় সারারাতি। Share