শীতের কষ্ট
শীতের কষ্ট গরীবেরা
তাড়ায় আগুন জ্বেলে,
পথশিশুর বেহাল দশা
কষ্টই কেবল মেলে।
তিব্র শীতে কাঁপন লাগে
নিঃস্তব্ধ প্রকৃতি,
সূর্যের দেখা মেলে নাকো
শুধুই বাড়ে দূর্গতি।
শীতল জলে স্নান করা
সে কি ভীষণ কষ্ট,
বেরিয়ে যায় সাধের প্রাণ
থাকেনা অবশিষ্ট।
কনক কুমার প্রকাশ:
শীতের কষ্ট গরীবেরা
তাড়ায় আগুন জ্বেলে,
পথশিশুর বেহাল দশা
কষ্টই কেবল মেলে।
তিব্র শীতে কাঁপন লাগে
নিঃস্তব্ধ প্রকৃতি,
সূর্যের দেখা মেলে নাকো
শুধুই বাড়ে দূর্গতি।
শীতল জলে স্নান করা
সে কি ভীষণ কষ্ট,
বেরিয়ে যায় সাধের প্রাণ
থাকেনা অবশিষ্ট।