Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষয়িষ্ণু

ভরা পূর্ণিমার চাঁদটা আস্তে আস্তে ছোট হয়ে  বিলীন হয়ে যাচ্ছে 
বৈশাখের উদ্যাম তাণ্ডবলীলা ক্রমে ক্রমে নিস্তেজ হয়ে আসে জ্যৈষ্ঠের শেষভাগ 
প্লাবনের নদীর মোহনায় এসে স্তমিত হয়ে পড়ে ধীরে ধীরে 
উজানে ফেরার ক্ষমতা থাকে না তার। 

 

পাহাড়ের চূড়া থেকে পাথর নিচে গড়িয়ে পড়া ফিরে যেতে পারেনা কখনও ঠিক আগের স্থানে। 
আমি হাঁটতে হাঁটতে এখন নদীর কিনারে এসে পৌঁছে গেছি 
সামনে বিশাল জলরাশি 
পেছনে শ্বাপদসংকুল, আমার এখন ঊর্ধ্ব আকাশ খোলা আছে 
যেখানে কল্পনার রাজ্য ছাড়া আর কিবা আছে!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ