মৃত শহর ছাপিয়ে
এবারে শহরটা ভীষণ মৃত।
হয়তো আমাদের দেখা হবেনা।
তবে পরের বার ঠিকই দেখা হবে,
তখন নাহয়
আমি কৃষ্ণ বর্ণে নিজেকে আবৃত করে তোমার প্রিয়দর্শিনী হব!
এবার বসন্ত এসেছে মৃত শহরের বুকে।
আমার তখন কেমন শরীরে কাটা দিচ্ছিলো
ভয়ের জোরে আমি পারলাম না,
পারলাম না
তোমার বুক পকেটের বেলির মালা,
আমার খোঁপায় তুলতে।
তবে পরের বার ঠিক বর্ষায় দেখা হবেই।
আর সেদিন আমিও সাদার মায়ায় ডুবে
অঝোরে ভালোবাসবো।
মৃত শহরের বুকে দাঁড়িয়ে বড়জোর ঠোঁট কামড়ে,
শরীরের প্রতিটি রন্ধ্রে, নুয়ে পড়া ফুলের সুবাস ছড়ানো যায়।
ভালোবেসে নিজেকে সর্বহারা করা যায়।
বারবার করে বুকের পশমে আঁচড় কেটে বেঁচে উঠবার তাগিদে ফিরে তো আসা যায়না।
পরের বার এই শহর ঠিক জীবিত হবে
আমাদের আবার দেখা হবে এই শহরে