Skip to content

১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় এতথ্য নিশ্চিত করেছেন।

নিপুণ রায় বলেন, ‘সাতটার দিকে তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) মুক্তি পেয়েছেন। আমরা ঢাকার দিকে আসছি।’

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় গয়েশ্বর চন্দ্র রায়কে। পরে নাশকতার বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ