স্বপ্নপথে এগিয়ে চলা
খুব ছোটবেলা থেকেই নিজের জামা নিজেই ডিজাইন করতাম। আশেপাশের সবাই খুব পছন্দ করতো আর আমাকে দিয়ে ওদের ড্রেসগুলো করিয়ে নিত। ছোট ছিলাম তো এত বেশি প্রশংসা শুনে কখন যেন মাথায় ঢুকে গেছিল ডিজাইনের ব্যাপারটা।
কলেজে থাকাকালীন বুটিক হাউস দেই, শুরু হয় আঁখি’স কালেকশনের পথ চলা। গ্র্যাজুয়েশানের পর বিয়ে করে দেশের বাইরে চলে যাই। হঠাৎ ব্রেইন টিউমার-এর অপারেশান করতে হলো।