Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তা সম্মাননা ২০১৯ পেলেন ১৮ জন উদ্যোক্তা

গত নভেম্বর শনিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুজব না, চাকরি দেব  এবং ড্যাফোডি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে  ৬ষ্ঠ বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়

 

চাকরি খুজব না, চাকরি দেবএর সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন জানান ২০১ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছেউদ্যোক্তা সম্মনাননা ২০১৯ এর সমন্বয়কারী প্রমি নাহিদ জানিয়েছেন ০০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী টি নবীন উদ্যোক্তা স্মারক ও টি উদ্যোক্তা সম্মাননা জন্য নির্বাচিত করেছেন। এছাড়া সৃজনশীল ও পরিশ্রমী উদোক্তা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে দুইটি উদ্যোগকে।

 

উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, লাইটক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন, ড্যাফোডি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার প্রমুখ।

 

এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

এছাড়া এই আয়োজনের সহযোগিতায় ছিলো আমারপে, এড্রয়টএসএসডি, এগ্রোকৃষি, আলিশা ফুডস এন্ড এগ্রো, আমাহরা, আখিস কালেকশন, বালিশিরা, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলার প্রকাশন, বিডিপ্রেনার, বেটেক্স, বিজকোপ, বন্ধুস্টোর ডট কম, কেয়ার স্টোর, চুইঝাল, সিটিজেন ফ্যাশন, ক্লাব থার্টিন, কফিওয়ালা, কফিআড্ডা, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভসফট টেকনোলজী, ই ফলি, এক্সনহোস্ট, ফারহানাজ ক্লজেট, গৃহশ্রী, গ্রাজুয়েট নেটওয়ার্ক, হ্যালোটাস্ক, হেরমিটেজ অব ম্যানেজমেন্ট এন্ড স্ট্যান্ডার্ডস লিমিটেড, হোস্টমাইট, ইনটেন্স ব্যাগস এন্ড এক্সেসরিজ, ইনকি বে, জাহান ইন্টারন্যাশনাল স্কুল, জুলস ল্যাবস, কারুকথা, কিনলে ডট কম, লিংক কম্পিউটার এন্ড টেকনোলজীস, মার্স প্রিন্টিং এন্ড এক্সেসরিজ, মেইলব্লাস্টার, মেডিমেট, মনস্টার ক্ল এলএলসি, নামিরা ইন্টারন্যাশনাল, নির্ভেজাল এগ্রো লিমিটেড, নভেম ইকো রিসোর্ট, ওকে লেদার, অর্থা, পারফিউম্যান্সপ্রিমিয়াম স্টোর বাংলাদেশ, প্রিয়শপ ডট কম, পিটিআরসি, প্রো-প্ল্যানার, প্রভাতী কুরিয়ার লিমিটেড, শাবাব লেদার, রিপ্যাক, শাহিনস হেল্পলাইন, সোনালু হ্যান্ডিক্রাফট, স্টোরিয়া, সুপারক্লিন, স্টাইলোপিক, টার্গেটিভ, টেকনেক্সট, টি-আর্ট, টং দোকান, ভাইপার, ভার্চুয়ানিক সলুশনস, ঋতু এবং জিশান ফুডস এন্ড বেভারেজ লিমিটেড।       

 

উদ্যোক্তা সম্মাননা ২০১৯ তে নবীন উদ্যোক্তা পেয়েছেন ব্রাইট এরিকা লিমিটেড, দ্যসফটকিং লিমিটেড, আশা ফুড,  ভাইজার এক্স, ব্যাকপ্যাকওয়ালা, মেডিএইডার, কাপ্তান ডেইরী এবং রক্ষী।

 

উদ্যোক্তা স্মারক পেয়েছেন গুটিপা, মুনলাইট পেট ফ্ল্যাকস এন্ড পেট স্ট্র্যাপ ইন্ডাস্ট্রি লিমিটেড, স্কাইলার্ক সফট লিমিটেড, তুলিকা, এমএজি এগ্রো ফার্ম লিমিটেড, সিটি ওয়াটার পিউরিফায়ার, নন্দন কুটির ও পারফিউম্যান্স।

 

এর মধ্যে সৃজনশীল উদ্যোক্তার জন্য মাস্টার র‍্যাকস এন্ড ফার্নিচারকে কে নুরুল কাদের সম্মাননা ও পরিশ্রমী উদ্যোক্তার জন্য ইতালী ফুটওয়্যার লিমিটেডকে কে ইউসুফ চৌধুরী সম্মাননা প্রদান করা হয়েছে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ