সাদা শরৎকাল
সাদার সাথে সখ্য করে
আসলো শরৎকাল,
নীল আকাশে উড়ছে কত
সাদা মেঘের পাল।
দুধেল সাদা কাশের ফুলে
ভরলো নদীর কূল,
ফুটলো বাড়ির আঙিনাতে
সাদা শিউলিফুল।
শ্বেত-বেগুনি কচুরিফুল
ফুটলো পুকুর-ঝিলে,
মিঠেল সাদা বেলির সুবাস
প্রশান্তি দেয় দিলে।
খালে-বিলে সাদা রঙের
শাপলা-শালুক হাসে,
ঋতুর রানী শরৎ যেন
সাদাই ভালোবাসে।