প্রজাপতি
প্রজাপতি ভাই
যাচ্ছ কোথায়?
দাঁড়াও এবার,
বলছি তোমায়।
আমরা দু'জনে মিলে
খেলবো সারাবেলা,
বিকেলে ঘুরতে যাব
বৈশাখী মেলা।
আমরা দু'জনে মিলে
আকাশটা আঁকবো,
রঙিন ক্যানভাসে
মন সুখে হাসবো।
গাইবো সারাক্ষণ
মনের সুরে,
যেওনা আমায় ছেড়ে
কভু বহুদূরে!