Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন বিকেলে কি করবেন?

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে পরিবারের সকলে একসাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া। করোনা মহামারী আমাদের থেকে গত দুই বছরে ঈদের আনন্দ কেড়ে নিয়েছিল। দুই বছর পরে এবারের ঈদ হবে বাড়ির সকলে একসাথে। তাই ঈদের দিন হবে পরিবারকে নিয়ে ঘোরাঘুরি। কিন্তু কোথায় যাবেন?

ঈদের দিন সকাল থেকে সবাই ব্যস্ত থাকে। নামাজ পড়া, পরিবারকে সময় দেওয়া এসব কিছু মিলিয়েই সময় চলে যায়। এর মধ্যেও বিকেলে যদি একটু ঘুরে আসা যায় তাহলে কেমন হয়?

পরিবারের সকলে একসাথে বেরিয়ে বাড়ির আশেপাশে ঘোরার যেসব জায়গা রয়েছে ঘুরে দেখতে পারেন। রিক্সা নিয়ে ঘুরতে পারেন আশেপাশে। ঢাকা মহানগরীতে থাকলে ঈদের দিন জ্যামহীন রাস্তায় রিক্সা নিয়ে ঘুরতে পারেন অনায়াসে। এছাড়া ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল তো রয়েছেই। সেখানে বসে সকলে মিলে আড্ডা দিতে পারেন।

বাড়ির ছোট সদস্যকে পার্ক নিয়ে যেতে পারেন। সেখানে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করলে তারও ভালো লাগবে।

ঘোরাঘুরি শেষে পরিবারের সকলে একসাথে কোথাও বসে চা-নাস্তা খেয়ে আড্ডা দিতে পারেন। এতে পরিবারের সকলের সাথে সময় কাটানোও হবে ঘোরাঘুরিও হবে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ