Skip to content

দূর দিগন্ত

দূর দিগন্ত

পূব আকাশের পানে 
রবির দল ঐ হাসে, 
বঙ্গ সাগরে ছড়িয়ে আলো 
ঊর্ধ্বাকাশে খেলা করে।

দূর দিগন্তের গায়
মাঝির দল ঐ বায়
মাঝ সমুদ্রে থামিয়ে তরী
কূলের দিকে চায়। 

গাংচিলের ঐ দল 
তটের দিকে চল্,
দিগন্ত রেখায় হারিয়ে গেলে 
খুঁজব কোথায় বল!

রবি চলে পশ্চিমাকাশে 
মাঝির দল ঐ আসে 
গাংচিলেরা দিগন্তরেখায়
শিকার শেষে ফিরে।